বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

স্বপ্ন

স্বপ্ন

স্বপ্ন স্বপ্ন শুধু    কত ছবি কথা কিছু
    ভেসে ওঠে মনেরই আয়নায়।

সারাদিন পথ চলা    ক্লান্তিতে ঢুলে পড়া
    স্বপ্নটা নড়ে ওঠে ছায়ায় ছায়ায়।

জীবনের আঁকে বাঁকে    কতস্মৃতি জমা থাকে
    বিষাদ কভু মন চাই না।

মনকে ভোলাতে তাই    কল্পনার রেশ ভাই
    স্বপ্নের ফিতেই পড়ে টানটা।

জীবনের ওঠা পড়া    বয়েসের ভাঙ্গা গড়া
    জুড়ে জুড়ে হয় চালচিত্র।

মনের গভীরে হায়    কখন যে বেজে যায়
    জীবনের এই বড় সত্য।

ঘুমের বন্ধু সে    জীবনের একপেশে
    দুঃখের বাঁধন করে ছিন্ন।

নতুবা যুগের তরে    মানুষ তো ঘুরে ঘুরে
    হয়ে যেত্‌ জরাজীর্ণ।

ক্ষুধিত পাষাণ মানুষ    ওড়ায় রঙিন ফানুস
    ভাঙ্গে কত জননীর গৃহকোণ।

স্বার্থ বিপন্ন হলে    মানুষ মানুষই দলে
    দুঃখেই ভরে তোলে কত মন।

জীবন যাতনা যাহা    মানুষই স্রস্টা তাহা
    দিওনাকো কভু দোষ বিধাতারে।

বিধাতা বুঝিয়া তাই    দিয়েছিল যতনে ঠাঁই
    মনের কোঠরে তারে সাধ করে।

স্বার্থ মলিন ধারার বুকে    পিষছে মানুষ যুগে যুগে
    এযে নরকের বড় অভিশাপ।

স্বপ্ন সুধা হয়ে    ঝড়ে যাই নির্ভয়ে
    মনের গোপনে যেথা নেই পাপ।

মানুষ আশায় বাঁচে    নতুবা আর কি ধাঁচে
    যুগে যুগে বাঁচিবে এ ধরায়।

ব্রক্ষার দিনমান    যবে হবে অবসান
    স্বপ্নের বিদায় হবে নিশ্চয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন