সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

সময়

সময়

অসীম উদ্‌ভ্রান্ত পাগলের মতো ছুটে চলা আমার স্বভাব
আমার গতিতে তাল মেলাতে মেলাতে ক্লান্ত তুমি
তবু নেই মোর কোন বিচলতা।

আমি এহেন সৃষ্টির স্রস্টা মহান
দিয়াছেন তিনি অবাধ গতি, চঞ্চলতা অপার
পাইনি থামবার এতটুকু শক্তি।

আমি ছুটে চলি উদ্‌ভ্রান্তের মতো পলক ফেলতেই
অতীত পেরিয়ে, বর্তমান ছুয়ে, ভবিয্যতের দিকে
এই ছোটা অন্তহীন সৃষ্টির খেয়ালেই।

জানতে আমার সমীকরণ তব প্রচেষ্টা প্রচুর
তবু পারনি বাঁধতে, তোমার সীমিত গনিতে
আমি সৃষ্টির বলে বলীয়ান আমাই বশীবে কে।

আমাকে বাঁধবে সাধ্য কি তোমার
তাইতো মাপছ আমাই বিভিন্ন সংজ্ঞাই
মিলিসেকেন্ড, সেকেন্ড, মিনিট বা ঘণ্টাই।

সম্মুখ পথে যাহা পাই হয় ইতিহাস, রচি নূতন ভাবে
গড়ি নূতন কিছু পুরানোকে বদলে দিয়ে
আমি সেই অদৃশ্য চিরসাথী ডাইমেনশন সময় আমাকে বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন