তোমাকে হারিয়ে
কিছু ছিল করার, তোমাকে নিয়ে আমার
বেঁধে ছিলাম মনে কিছু স্বপ্নের জাল
এগিয়েছিলাম পথে দুহাত বাড়িয়ে
পারিনি চলতে তোমার দুহাতে হাত রেখে
যা কিছু আমার পাওয়া, তোমায় হারিয়ে নেওয়া
যা কিছুই হই তোমাই পাব কই
তুমিতো আমার রক্তে মিশে গেছ পদ্য হয়ে
যন্ত্রণা তোমার যে আছে, ফুটে ওঠে আমার দেহে
হয়ত আমি বন্য, কিছুটা আদিম,
ওগো তুমি অনন্যা করেছ মোরে স্বাধীন
কোথাই পাব তোমায় ভাঙ্গা এ মন হৃদয়
কেবলই তুমি আমার বাঁধিয়া চিরদিন
চলতে চলতে বছর কয়েক আগে
ফেলে আসা কোনও এক পথের বাঁকে
তোমারই অগোছালো কবরী মূলে
কত স্বপ্ন ছিল যা আমাদের বাঁধে
জীবন যাতনা মোর
সৃষ্টির উদাসীনতাই বিভোর
কাটেনা সময় আমার
যন্ত্রণার বাহিরে বারবার
তব আঁখির পরে চেয়ে চেয়ে
দিন যেত কেটে, চোখের আড়ালে
এখন শুধুই শ্রাবণ, দৃষ্টি গেছে হারিয়ে
তোমাকে খুঁজব কোথাই, দৃষ্টি ক্ষীণতাই ভোগে
হারিয়ে গেছ তুমি
কোন সে মায়ালোকে
খুজিনা তোমাই আর
তবু মন যে আপন ভাবে
ভাবের খেলাই, পথের বাঁকে
দৃষ্টি তবু তোমার আসার পথে
জানে মন তুমি আসিবে না আর
বড়ই আভিমানী মন যে তোমার
ভুলে গেছ তুমি তোমারই সাক্ষাৎ তরে
কেটেছে কতনা মোর দাঁড়িয়ে রাস্তার ধারে
তপ্ত দুপুর জ্বলেছে এ মন বারবার
এসেছ তুমি বৃষ্টি হয়ে হৃদয়ে আমার
কেটেছে সময় জীবন, হাঁটছি তপ্ত বালুর পথে
রোজনামচা বদলে গেছে যখন হারায় তোমাকে
ভাষা মোর হারায়ে গেছে, শুকায়ে গিয়াছে আশ
জানিনা কোন কিসের দোষে, এই যে সর্বনাশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন