নস্টালজিক মন
আমি তারে ত জানি না
আমি হৃদয় মানি না
তবু সে হৃদয় মাঝে আছে
সে যে আসবে নাকো কাছে
সে চঞ্চল এক রমণী
হবে গো কার ভরণী
সে যে রইবে কোথায় চেয়ে
নিজের নয়ন জলে নেয়ে
আমি পথ হারায়ে নি যে
আমি হাত বাড়িয়েছি যে
আমি হার মানিনি যে
কেবল পড়ে গেছি ফাঁদে
এ ফাঁদ যায় না কভু দেখা
এ যে মন আড়ালে ঢাকা
আমি হারিয়ে গেছি হোথা
মন আড়ালে যেথা
আমি কভু তারে দেখিনি
আমি কভু তারে জানিনি
সে যে আমায় তবু জ্বালায়
কত কথায় মোরে কাঁদায়
মন যে বলে চিনি
তবু সত্যি করে জানি
আমি হৃদয় হারায়নি
আমি হৃদয় নিইনি
তবু মন যে বড় একা
খোঁজে মোর প্রানের মিতা
আমি হারিয়ে যেতে চাই
তার মনের গভীরতায়
তার স্বপ্ন দেখা আঁখি
সহজে দেয় না কোনও ফাঁকি
সে যে গভীর নীল চোখ
দিয়েছে গভীর চোট
আমায় নিয়ে খেলা
সে যে করে সারাবেলা
সে তো আর কোথাও নয়
সে যে মনের মাঝে রয়
এ তো মিছে স্বপন দেখা
তবু যায় না দূরে রাখা
সে যে আপন হতে চায়
আমার মনের গভীরতায়
মনের কত কথা
কেবল মিছেয় তো নয় সদা
কত আপন করে নিয়ে
জাল বুনেছে সে
হঠাৎ কি যে হয়ে গেল
কিছু ভুল কি মোর হোল
সে স্বপন আজ কোথা
হৃদয় কি তবে করলো বোকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন