সারকথা
শব্দের খেয়ালে খোঁজার এক অকৃএিম চাহিদা
উড়তে চাওয়া মনে আলো ছায়ায় আল্পনা
জানি না কিসে নেওয়া কোথায় তার ধাম
জীবন মাপে সময়, ভুলে মন দোটানায়
আজিকে বাহিরে ঝড়, মনের কবিতা হওয়া
স্বপ্ন শেষের বাতি জ্বলতে জ্বলতে নিভে যাওয়া
নিজেকে ফিরে দেখা প্রতিবছর পালা বদলের তরে
হৃদয়ের আবেগগুলো নখর চালায় কোমল অন্তরে
পাব কি, কি বা হবে, কিসের লড়াই চলে জীবনযুদ্ধের
মানি না, পারিনি মানতে জীবন মানে রাজনীতির দলে
বদলাই রঙ, রঙিন দিনের ধূসর গোধূলিতে সমাপ্তি
আকুতি মিনতি কত জীবনের তরে, জানাতে নেই ক্ষান্তি
হঠাৎ শান্ত শীতল বাতাস বয়ে চলে আপন খেয়ালে
এলোচুলে হারিয়ে যাওয়া খুঁজে ফিরি নিজের নিজেকে
জীবন শুরু সকালের চায়ে, শেষ সন্ধ্যের নীলতারাতে
কর্মযুদ্ধ পরিণতি ব্যাবসাযুদ্ধে, জীবন কেনেবেচে অর্থে
ষোলআনায় খুঁজতে গিয়ে আঠারো আনায় দেনা
সেই দেনার দোসর হয়ে আসে কতই যাতনা
এক যাতনার মুক্তি লোভে, অন্য যাতনার ধার
যাতনা পাঁক মরীচিকা, কভু মিটেও মেটে না আর
তোমার আমার শান্তি খোঁজা সে এক ললনার ন্যায়
ছলনা ছাড়া মেলে না কিছুই, জীবন দাঁড়িয়ে ঠায়
দীর্ঘশ্বাসের বাতাস ফিরিছে, ঘূর্ণিবাতের সঙ্কেত
কেঁপে কেঁপে ওঠে লেলিহান শিখা জীবন চলেছে যুদ্ধে
নীতিকাব্য নীতিকথা নীতির গ্রন্থে ঘুমায়
খুঁজবে কোথায়, পাবে না হেথায় সবই সময়ে হারায়
জীবন মরু মরীচিকা বোধে ছুটে চলা নিঃসহায়
সময় এলে সোয়াস্তি আসিবে যখন চির ঘুমের গোড়ায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন