সম্পর্ক
সম্পর্ক টানে আত্নীয়কে
টানে নিকটে বহু দূরকে।
বন্ধু টানে বন্ধুকে
সুখ টানে দুঃখকে।
ঝড়া পাতা চলে হাওওার টানে
নদীর বুক ভাঙ্গে স্রোতের টানে।
সমুদ্র টানে নদীরে
যেমন চাঁদ টানে জোয়ারে।
পৃথিবী টানে সূর্যেরে
মাটি টানে বৃষ্টিরে।
মাতা টানে পুত্ররে
জোয়ার টানে ভাঁটারে।
হিসেবী টানে হিসাবেরে
আবেগ টানে অনুভূতিরে
কেবলই সত্য টানে মিথ্যারে
ঢাকা দেবার জন্যেরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন