রবিবার, ১৭ মার্চ, ২০১৩

আগমনী

আগমনী

আপন নিয়মে চলছে চলি নেইকো বাঁধা ধরা
সৃষ্টির নিয়ম প্রকৃতির রকম সবই অবাক করা

নয়ন সমুখে ঘটে চলে যায় কতনা ভাবের খেলা
তোমার আমার মেলে না সময় পথ চেয়ে সেই বেলা

বরিষণ শেষে কবে কেটে গেছে কালর সেই হ্রেষা
এসেছে পরশ শান্ত হিমেল বাতাসে ধরেছে নেশা

মৃদুমন্দ হয়ে ছন্দ বহিছে যে হেথা হোথা
কাননে কাননে জাগিছে যে ধ্বনি, নেই যে কোনো ব্যাথা

নতুন প্রভাতে হয়ে প্রভাতী ঐ দিনমণি ওঠে
পূব গগনের জলধি যে আজ সেই রঙ মাখে ঠোঁটে

অবাক নয়নে প্রকৃতি আজিকে দেখে ধরণীর পড়ে
কত মুক্তার মালা যেন আজ তৃণের মুকুট গড়ে

রাতের স্নেহ সঞ্চিত হয়ে ঝড়ে পড়ে টুপটাপ
শিউলি শিথিল করবীর মূলে জানায় আশীর্বাদ

শিউলি সুপ্ত এখনও ঘুমন্ত, কোল সে মাটির পড়ে
ঝড়ে পড়েছে জানাতে অর্ঘ্য আগমনীর তরে

কাশফুল গুলি দুলিছে হেথায়, পাগল তাদের মন
তারাই জানে এসময় মাঝে তাদেরই সর্বক্ষণ

নেইকো ভাবনা শান্ত লালসা প্রকৃতি খেয়াল মাঝে
সময় ফুরালে ফুরাবে সকলি, কাজ যে অনেক আছে

আমলকী বনে জেগেছে সাড়া বেড়ে চলে তার স্পন্দন
কত সজনেরে হবে হারাতে এই যে বিধাতার নিয়ম

ঝড়ে ঝড়ে যাবে তার সমুখে কতনা সবুজ প্রাণ
এবুঝে তার থামে না বেদনা, বয়ে চলে অশ্রু গান

ঊদাত্ত কণ্ঠে প্রকৃতি চাহিছে মাতৃ আরাধনা
তাই কি বুঝি আকাশ গাঙ্গে পানসির আনাগোনা

তর্পণ দিয়ে শুরু হয়েছিল যে বন্দনার গান
দিন চারেকে শেষ হয়ে যাবে তার শত আয়োজন

তবুও ফুটিবে শিউলি করবী, লুটিবে মাটির পড়ে
হয়ে লুটিত মূর্ছিত প্রাণ মাতৃ আরাধনার তরে

তব মূর্ছনা বলিতে চাহে যে, জননী রেখো মোদের মান
দিয়ো কথা মাগো, এসো ঠিক যেন আবার পরের সন

মাগো তব বছর ফিরে চারিটি দিনের তরে
আগমন হেথা শুধু প্রকৃতি নই, সৃষ্টি সুন্দর করে

অবুঝ কাঙাল মন গুলি হেথা ফিরে ফিরে পায় দ্যুতি
ফোটে যে হাসি, মাতে যে খেলাই ম্লান মুখে আসে জ্যোতি

পথ পরে ফুটিছে কতনা ফুলের সারি
দিতে চাহে সব তোমারি তরে শীষ রেখে নুয়ে পড়ি

আপন খেলার পথ পরে যবে ফেরে সে আপন মনে
পল্লিবালা বাঁধে কবরী, পথ চেয়ে গৃহকোণে

সাজায়ে নিজেরে সন্ধ্যা প্রদীপে ম্লান আলোয় দেখি
যাবে সে দূরের কোনও এক গাঁয়ে দেখিতে সন্ধ্যারতি

আপন মনের মাধুরি মিশায়ে রাখাল বালক আজ
বুঝেছে সে, নিয়েছে জেনে নেই তার কোনও কাজ

অলস বাতাসে ধুপ চন্দনের সুবাস যে যাই বহে
সেই সুবাসে বাঁশরীর সুর, শরতকে বাঁধে মোহে

দূর নীলিমায় গিয়েছে দেখা এক টুকরো আলো
শ্বেত চন্দনে মাখি সে আলোয় কেটেছে নিকষ কালো

ক্ষীণ ভেসে আসে ছন্দের লয় মাতৃ আরাধনা
যুগে যুগে ধরিয়া বাঁধিয়া শরত করেছে বন্দনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন