অলস মন
অসীম নীলাকাশে ছন্দের লয়ে
এঁকে চলে মন কিছু কল্পনার তালে
হারিয়ে যাওয়া নৃত্যের তালে, সে সব কেমন্
কল্পতরু বৃক্ষের নিচে সবই যে যেমন্॥
ওঠাপড়া বেঁচে থাকা, জীবন যখন
হোকনা সে বিচিএ আমাদের মতন্
নিঃস্তব্ধতা নিবিড়তা, যত চলে খেয়ালে
খুঁজে পাই নিজেকে, আপন দিনরাত চালে॥
শব্দের নিঃস্তব্ধতা, নয়তো করুণার ঘৃণা
ব্যার্থ মাথাখুঁড়ে গল্পের সীমানা
অলস মনের তালে অদ্ভুত গোঁড়ামি
হিসেব মেলে না যত, গণিতের খোঁচানি॥
হারায়ে উঠে নিভে যাওয়া, যন্ত্রণার কত সুখ্
পায়্না তারা অলস ডানা, কৃএিম যত মুখ
রঙচঙে ভাষা কত, মন তবু গোঁজামিল
ধুর ছাই ভুলে যাই, সব যেন সপ্নিল॥
রবিবার, ২২ জুন, ২০১৪
শনিবার, ৭ জুন, ২০১৪
ইতিহাস
ইতিহাস
অমি যে চলেছি তোমাদেরই সাথে
আমার পথ, তোমাদেরই হাতে
তবু আমি বন্দী নই
আমি সৃস্টী মাঝে সদা মুক্ত রই
আমি কালকে ছিলাম, আজও আছি
আমি তো সময়ের বড়ো মাঝি
আমার পথে সত্য এসেছে
কলিও চলেছে সবার শেষে
মধ্যে দ্বাপর, ক্রেতাও গেছে
আমার সবার হিসেব আছে
আমি যে রই তব অগোচরে
পাওনা দেখা, পাবে কি করে
তব প্রানে নেই দেখার আকুতি
তোমরা কেবল কর ডাকাতি
জিনিতে পৃথ্থী ভেঙেছ কত
যদি নিতে চাই হিসেব যত
পারিবে না দিতে জীবনের দাম
এতো স্রস্টার ঘোর অপমান্
হায় রে অবুছ বোঝ না কেন
জীবনের দাম নয় এ হেন
দিতে সে দাম পোড়ে যে মিতে
তোমাদের সব স্বপ্নের ফিতে
দেখনি অযোধ্যা, দেখনি বারাণসী
অত্যাচারের ক্রুর মুখ হাসি
ইতিহাস তব মোর পদভারে
পিষে চলে গেল, হয়ে নতশিরে
তব অহমিকা কিসের তরে
আমি মহাকাল রয়েছি উপরে
আমায় ডরাও, রচ ইতিহাস
সেই ইতিহাস যা ধ্বংসের দাস
জাননা কৃপাণ, রথের চাকা
হারায়, আর ওই আঁকা বাকা
পথে, মোর ধূলায় ঢাকি
তুমি তো তুছ্ছ দেখিবে ফাঁকি
সেই ফাঁকি যা গড়েছ যতনে
কালের পাতায় জেগে স্বপনে
পাওনি কিছুই, সবই গেছে হারিযে
আমার স্রোতে ভেঙে গুঁড়িয়ে
মনে রয়ে গেছে সেই ইতিহাস
যা আমায় করে পরিহাস
তার দৃপ্ত কঠিন আঘাতে
আমার পদমূল সদাই কাঁপে ||
অমি যে চলেছি তোমাদেরই সাথে
আমার পথ, তোমাদেরই হাতে
তবু আমি বন্দী নই
আমি সৃস্টী মাঝে সদা মুক্ত রই
আমি কালকে ছিলাম, আজও আছি
আমি তো সময়ের বড়ো মাঝি
আমার পথে সত্য এসেছে
কলিও চলেছে সবার শেষে
মধ্যে দ্বাপর, ক্রেতাও গেছে
আমার সবার হিসেব আছে
আমি যে রই তব অগোচরে
পাওনা দেখা, পাবে কি করে
তব প্রানে নেই দেখার আকুতি
তোমরা কেবল কর ডাকাতি
জিনিতে পৃথ্থী ভেঙেছ কত
যদি নিতে চাই হিসেব যত
পারিবে না দিতে জীবনের দাম
এতো স্রস্টার ঘোর অপমান্
হায় রে অবুছ বোঝ না কেন
জীবনের দাম নয় এ হেন
দিতে সে দাম পোড়ে যে মিতে
তোমাদের সব স্বপ্নের ফিতে
দেখনি অযোধ্যা, দেখনি বারাণসী
অত্যাচারের ক্রুর মুখ হাসি
ইতিহাস তব মোর পদভারে
পিষে চলে গেল, হয়ে নতশিরে
তব অহমিকা কিসের তরে
আমি মহাকাল রয়েছি উপরে
আমায় ডরাও, রচ ইতিহাস
সেই ইতিহাস যা ধ্বংসের দাস
জাননা কৃপাণ, রথের চাকা
হারায়, আর ওই আঁকা বাকা
পথে, মোর ধূলায় ঢাকি
তুমি তো তুছ্ছ দেখিবে ফাঁকি
সেই ফাঁকি যা গড়েছ যতনে
কালের পাতায় জেগে স্বপনে
পাওনি কিছুই, সবই গেছে হারিযে
আমার স্রোতে ভেঙে গুঁড়িয়ে
মনে রয়ে গেছে সেই ইতিহাস
যা আমায় করে পরিহাস
তার দৃপ্ত কঠিন আঘাতে
আমার পদমূল সদাই কাঁপে ||
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)