অলস মন
অসীম নীলাকাশে ছন্দের লয়ে
এঁকে চলে মন কিছু কল্পনার তালে
হারিয়ে যাওয়া নৃত্যের তালে, সে সব কেমন্
কল্পতরু বৃক্ষের নিচে সবই যে যেমন্॥
ওঠাপড়া বেঁচে থাকা, জীবন যখন
হোকনা সে বিচিএ আমাদের মতন্
নিঃস্তব্ধতা নিবিড়তা, যত চলে খেয়ালে
খুঁজে পাই নিজেকে, আপন দিনরাত চালে॥
শব্দের নিঃস্তব্ধতা, নয়তো করুণার ঘৃণা
ব্যার্থ মাথাখুঁড়ে গল্পের সীমানা
অলস মনের তালে অদ্ভুত গোঁড়ামি
হিসেব মেলে না যত, গণিতের খোঁচানি॥
হারায়ে উঠে নিভে যাওয়া, যন্ত্রণার কত সুখ্
পায়্না তারা অলস ডানা, কৃএিম যত মুখ
রঙচঙে ভাষা কত, মন তবু গোঁজামিল
ধুর ছাই ভুলে যাই, সব যেন সপ্নিল॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন