শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

প্রাচীন স্রষ্টা


               
             প্রাচীন স্রষ্টা
অদ্ভুত গন্ধের নেশা ধরে, ছুটে যাওয়া তোমারি কাছে
পথের ধারে কিছু ফুল বাতাসের সাথে খেলা করে
আপনাকে বন্দী করে ভুল করে ফেলে আসা
শতাব্দি পেরিয়ে গেছে, মনে পরে কিছু ভাসা ভাসা

আজকে ভারাক্রান্ত জীর্ণ হতাশায় বসে আছি
পথের ধারে তার জান্যে, হয়ত কিছু পেতে বাকি
জানিনা তিনি আসবে কবে, অদ্ভুত তার আগমন
জ্বলে না বাতি, ভেজে না শরীর, তবু মন অনুক্ষণ

তাঁহারই প্রতীক্ষার তরে জীবন মোর উচাটন
দ্বেষ নেই দ্বন্দ্ব নেই সে আমারই প্রয়োজন
সৃষ্টি রচিয়া তার, জগৎ জুড়ে বিচরন
পরীক্ষার তরে নুতন খেলা, ভেঙ্গে যাই এ দেহমন

দেবালয় থেকে দেবালয়, মহাশুন্য থেকে গৃহকোণ
অদ্ভুত তাঁর সৃষ্টি, সৃষ্টির খেলা সর্বক্ষণ
নতুন গড়ে, পুরানো সড়ে, চলে তাঁর খেলা সারাদিন
মেলে না সময় আমাদেরেই শুধু, যাদের রচিয়া তিনি প্রাচীন

সংস্কার, কুসংস্কার ভাবিয়া মন বিজ্ঞানী
পারে না দিতে সৃষ্টির কথা, তবু বিজ্ঞান অভিমানী
মানতে পারি না, মানতে চাহি না স্রষ্টার উদারতা
নতুবা কি করে বিজ্ঞান হত আমাদের জয়গাথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন